বহদ্দারহাটে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১০

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারের সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে থানা লুটে অস্ত্র ও গুলিসহ ১০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাতে র‍্যাব ও চান্দগাঁও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, বহদ্দারহাট কাঁচা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি করা হয়। এতে গুইশ্যা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বিপুল অস্ত্র আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন থানা হতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, সন্ত্রাসীদের গোপন টর্চার সেলে অভিযান চালিয়ে গোলাবারুদসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে থানা থেকে লুট হওয়ার গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আফতাব উদ্দিন বলেন, এটি একটি সন্ত্রাসীদের টর্চার সেল ছিল। এখান থেকে দেশীয় নানা অস্ত্র, সিসি ক্যামেরা, মাদকসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজারের মাছ বাজারের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের গোলাবারুদ, কাটার, ইলেকট্রিক যন্ত্রসহ নানা ধরনের টর্চারের সামগ্রী উদ্ধার করা হয়। এতে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিনসহ ওই আস্তানা থেকে ১১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top