বলিউড নায়িকা কঙ্গনা, যার অনেক বড় বড় স্বপ্ন ছিল…

সিপ্লাস ডেস্ক: অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন। পরিচালকের আসনেও দেখা গেছে তাঁকে। এবার প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হলেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে তাঁর প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’। গত বুধবার মুম্বাইয়ের এক অডিটরিয়ামে মহা ধুমধামের সঙ্গে মুক্তি পেল ‘টিকু ওয়েডস শেরু’ ছবির ট্রেলার। ৪৯ বছর বয়সী নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে এই ছবিতে জুটি বেঁধে আসছেন ২১ বছরের অবনীত কাউর। ছবিতে হাসি, রোমান্সের আড়ালে আছে সিনেমা জগতের পেছনের গল্প। সাই কবির পরিচালিত ছবিটি ২৩ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে।

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এই ছবিকে ঘিরে নিজের আবেগের কথা জানান কঙ্গনা। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমি যেন এক নতুন যাত্রা শুরু করছি। ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেছিলাম। কিন্তু তাও মনে হচ্ছে, আজ আমার আবার অভিষেক হতে চলেছে। এই ছবি আমার হৃদয়ে এক বিশেষ স্থানে আছে।

কারণ, অনেকেরই জানা নেই যে ছবিটি প্রথমে ইরফান খান আর আমার করার কথা ছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গিয়েছিল। আমরা গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বড়সড় একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ওই সময় ছবির নাম ছিল “ডিভাইন লাভার্স”। কিন্তু কপাল খারাপ, গুরুতর অসুস্থ হয়ে পড়েন ছবির পরিচালক সাই কবির। আর সে কারণে তিন-চার বছর দেরি হয়ে গেল।’

এখানেই শেষ নয়। কঙ্গনা যোগ করেন, ‘কবির স্যার যখন পুরোপুরি সুস্থ হয়ে ফিরে এলেন, তখন আমরা ইরফান স্যারকে চিরতরে হারাই। এই ঘটনার পর আমি খুবই হতাশ হয়ে পড়ি। এই ছবির মাধ্যমে এক দশক আগের কঙ্গনাকে দেখাতে চেয়েছিলাম আমরা। সেই কঙ্গনা, যার অনেক বড় বড় স্বপ্ন ছিল, আর সে বলিউডে নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ার আশায় বুঁদ থাকত। আমি কবির স্যারকে বলি, আমাদের এই প্রকল্প আর এগোবে না। এরপর আমি অ্যামাজন স্টুডিওর অপর্ণা পুরোহিতের সঙ্গে দেখা করে এই ছবির চিত্রনাট্য শোনাই। তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।’

কঙ্গনা জানান, ইরফানের পর ‘শেরু’ চরিত্রের জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা ভাবা হয়। কঙ্গনা বলেন, ‘আমি নওয়াজ স্যারের নম্বর খুঁজে বের করি। কিন্তু শুনলাম, আগামী পাঁচ বছর তিনি নতুন কোনো ছবিতে স্বাক্ষর করবেন না। আর ছবির ব্যাপারে নওয়াজ স্যার কারও সঙ্গে কথাও বলবেন না। আমি তাঁকে মেসেজ দিই। নওয়াজ স্যার জানান যে তিনি বেঙ্গালুরুতে আছেন। আমি সেখানেও যাই। আমাকে দেখে তিনি অবাক, “আরে আপনি সত্যি সত্যি চলে এসেছেন!” নওয়াজ স্যার চিত্রনাট্য না শুনেই রাজি হয়ে যান। আমার মনে হয়, শিল্পীরা এ রকমই পাগল হয়।’

‘টিকু’র চরিত্রে ছোট পর্দার তারকা অবনীত কাউরকে দেখা যাবে। এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

এর আগে ‘টিকু’র চরিত্রটি করার কথা ছিল কঙ্গনার। এই বলিউড নায়িকা এ প্রসঙ্গে বলেন, ‘“টিকু”র চরিত্রে নায়িকার খোঁজে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বলিউডে সে রকম শক্তিশালী অভিনেত্রী পাচ্ছিলাম না যিনি “টিকু”র চরিত্রে অভিনয় করতে পারবেন। আর এই চরিত্রে ছোট শহরের এক সরলতা লুকিয়ে আছে। কোনো বলিউড অভিনেত্রীর মধ্যে তা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অবনীতকে খুঁজে পাই। আমার মনে হয়েছিল, অবনীত টিকু চরিত্রের জন্য যথাযথ।’

কঙ্গনার ঝুলিতে এখন দারুণ সব প্রকল্প। আগামী দিনে তাঁকে ‘তেজস’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে ‘ইমার্জেন্সি’র মতো ছবিও। এই ছবিতে তাঁকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ‘ইমার্জেন্সি’র পরিচালনার দায়িত্ব কঙ্গনার কাঁধে, ছবিটির প্রযোজকও তিনি।

Scroll to Top