বর্ণিল আয়োজনে সিআরবিতে বর্ষবরণ, আগের চেয়ে কম জনসমাগম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকাসহ বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ উৎসব। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সিআরবির শিরিষ তলায় লেগেছে হাজারো মানুষের ঢল। সকাল ৭টা থেকেই নাচে গানে মেতে উঠেন সকলে।

‘নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের’ দিনব্যাপী এ আয়োজনে উদীচী চট্টগ্রাম, সঙ্গীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সৃজামী, অদিতি সঙ্গীত নিকেতনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত গান পরিবেশন করেন। এছাড়াও দিন ব্যাপী এ অনুষ্ঠান চলমান থাকবে।

এ নিয়ে চট্টগ্রাম নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এ দিন আমাদের সকলকে এক হয়ে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঁকড়ে ধরার প্রেরণা দেয়। আমরা একেকজন একেক ধর্মের অনুসারী হতে পারি, তবে পহেলা বৈশাখ আমাদের চিরায়ত সংস্কৃতি।

এদিকে বর্ষবরণের আয়োজনকে ঘিরে নগরজুড়ে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এ বাড়তি নিরাপত্তা সরেজমিনে পরিদর্শন করতে সিভিল পোশাকেই সিআরবিতে হাজির হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নববর্ষের আয়োজনকে ঘিরে অনেকের মনে নানা ভয়-ভিতী কাজ করছিল। তবে পুলিশের কঠোর নিরাপত্তায় কোন রকম ঝামেলা ছাড়াই নগর জুড়ে চলছে বর্ষবরণের আয়োজন।

তবে এ বছর নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানগুলোতে জনসমাগম ছিল আগের বছরগুলোর তুলনায় বেশ কম। এর পেছনে তীব্র গরম ও অনাকাঙ্খিত কোন দূর্ঘটার ভয়কে দায়ী করছেন অনেকে।

সিআরবিতে বর্ষবরণের আয়োজন দেখতে আসা দর্শনার্থী মালিহা বলেন, আমি এর আগের বছর গুলোতেও সিআরবিতে এসেছি, তবে এ বছর মানুষ একটু কম। এ বছর নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় বেশ ভালো ছিল। কোন রকম নাশকতার চোখে পড়েনি।

চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন

Scroll to Top