চন্দনাইশ প্রতিনিধি: “পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” – এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দিবসটি ঘিরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চন্দনাইশ থানার আয়োজনে থানা প্রাঙ্গণে চন্দনাইশ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে থানার এসআই ইখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু,হাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সায়েম, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমুদুর রহমান ভেট্টা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক কমরুদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।
সভায় গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যার তীব্র নিন্দা জানায় বক্তারা। এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে সচেতন ভাবে কাজ করে যাওয়ার কথা বলা হয়। যেকোন অন্যায় অপরাধের কথা পুলিশের কাছে তুলে ধরার জন্যও বিশেষ ভাবে অনুরোধ করা হয়। কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কমিউনিটি পুলিশিংয়ের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
এসময় পুলিশ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা-ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য ও রাজনৈতিক-সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ প্রমুখ।