পড়া হয়েছে: ৭৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশের বরকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন আবদুর রহিম চৌধুরী।
রোববার (১৮ আগস্ট) সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবরে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এই আবেদন করেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয় বলে উল্লেখ করেছেন আবদুর রহিম চৌধুরী।
তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণ দেখিয়ে চন্দনাইশের বরকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ সরে দাড়াঁনোর জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছেন আবদুর রহিম চৌধুরী।
চাটগাঁ নিউজ/এসএ