চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের একটি কেন্দ্রে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন আব্দুর রউফ মিয়া নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এমইএস কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আবদুর রউফ মিয়া গাইবান্ধা সদর থানার মো. নজরুল ইসলামের ছেলে। বন্ধুর হয়ে তিনি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে এসেছিলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন সময় মো. আব্দুর রউফ মিয়া নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ