ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে বন্ধুর ইফতারের দাওয়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ (১৮) নামে এক কোরআনে হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ শিশুসহ আরও ৪ জন।
রবিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে ভূজপুর কাজীরহাট সড়কের বাইন্নেপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন নুরুল বশর (৪৫), ইসমু আকতার(৪০), রাইসা (৩) ও রাব্বী (৯)।
জানা যায়, নিহত শাকিল আহমেদের বাড়ি ভোলায়। সে ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী। তার পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে। এমন অবস্থায় সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসলিমা নাজরীন চাটগাঁ নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনা গুরুতর আহত ৫ জনকে মেডিকেলে নিয়ে আসলে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন