বন্দর ভবন অভিমুখে লাল পতাকা মিছিলের ডাক স্কপের

চাটগাঁ নিউজ ডেস্ক: নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে ‘লাল পতাকা গণমিছিলের’ ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগরিকা শিল্পাঞ্চলে পূর্বঘোষিত শ্রমিক-জনসভা ও মশাল মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন স্কপ নেতা ও চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত।

জনসভায় তপন দত্ত বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের কোনো স্থাপনা তুলে দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের মাস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ মাসেই বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের মাসে ইজারা বাতিলের দাবি জানানোর জন্য ঢাকায় শ্রমিকের রক্ত ঝরিয়েছে ইউনূস সরকার। এর প্রতিদান কড়ায়-গণ্ডায় ফেরত দেওয়া হবে।’

‘প্রয়োজনে আরেকটি ডিসেম্বর রচিত হবে, কিন্তু দেশের ভবিষ্যত জিম্মি হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে গাজা বানানোর স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’

কর্মসূচি ঘোষণা করে তপন দত্ত জানান, বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর দেওয়ানহাট মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে। এরপর বন্দর ভবন অভিমুখে লাল পতাকা গণমিছিল শুরু হবে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে ও টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন— বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মছি উদ দৌলা, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিএফটিইউসি বিভাগীয় সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফ-র সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top