চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ফের ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







