নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের বার্ষিক আয় থেকে ১ শতাংশ সার্ভিস চার্জ আদায়ের দাবিতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ ২১ নভেম্বর চিঠিটি চসিক সদর দপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চসিক সূত্রে জানা গেছে, চসিককে সার্ভিস চার্জ হিসেবে বন্দরের বার্ষিক আয়ের ১ শতাংশ হারে অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদানের জন্য একটি চিঠি প্রস্তুত করা হয়। গতকাল ২০ নভেম্বর সন্ধ্যায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এতে স্বাক্ষর করেন। এ অর্থ পেলে চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রধান সড়ক, কালভার্ট ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনে চসিক কার্যকর ভূমিকা রাখতে পারবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।
এই ব্যাপারে মেয়র শাহাদাত হোসেন বলেন, চিঠি পাঠানোর পাশাপাশি মন্ত্রণালয়ে যোগাযোগ করে যা যা করার দরকার সব করব। বন্দর থেকে পণ্য পরিবহনকারী প্রাইম মুভার,কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহনগুলো আমাদের রাস্তা ব্যবহার করে। বন্দরের গাড়িতে আমাদের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কর্পোরেশনের আয়ের বড় অংশ চলে যায়। এই নিয়ে বন্দর চেয়ারম্যানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ইতিবাচক কিছু পাওয়ার প্রত্যাশা রাখছি।
চাটগাঁ নিউজ/ইউডি