বন্দর থেকে ফল খালাস না করার ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস না করার ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ও বুধবার (৫ ফেব্রুয়ারি) দুদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস করবেন না আমদানিকারকরা।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে মুহাম্মদ তৌহিদুল বলেন, ‘তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছি। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাজারে ফল বিক্রি হচ্ছে না। যে কারণে আমরা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এরপরও আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয়; তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top