পড়া হয়েছে: 47
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর এলাকায় আগামী এক মাসের জন্য সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন এবং পথসভা নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এই নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর থেকে পরবর্তী ৩০ দিন (১১ ডিসেম্বর) পর্যন্ত কার্যকর থাকবে। আজ মঙ্গলবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে।
বন্দর এলাকার স্বাভাবিক কার্যক্রম এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া নির্বিঘ্ন রাখাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
এর আগেও উক্ত এলাকায় সভা-সমাবেশ না করতে বিজ্ঞপ্তি দিয়েছিল সিএমপি।
চাটগাঁ নিউজ/জেএইচ






