বন্দরে ১০ কোটি টাকা দামের সিগারেটের চালান আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে আসা ১০ কোটি টাকা বেশি দামের এক কনটেইনার সিগারেট আটক করেছে কাস্টম হাউস।

থাইল্যান্ড থেকে পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে ২০ ফুট দীর্ঘ এক কনটেইনার সিগারেট আনা হয়। এ চালানে ৭৪০ কার্টনে ৭৪ হাজার শলাকা Lamer ব্রান্ডের সিগারেট পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি, এর বিপরীতে রাজস্বে পরিমাণ ৯ কোটি।

রোববার (১ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কাস্টম হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top