বন্দরের দুই নিরাপত্তা রক্ষী সাময়িক বরখাস্ত

চাটগাঁ নিউজ ডেস্ক : অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

সূত্র জানায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এনসিটি ১ নম্বর গেইটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী মো. আবুল খায়ের এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিটি-৪ নম্বর গেইটে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী মো. হারুন-অর-রশিদের বিরুদ্ধে অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনা চবক কর্মচারী চাকরি প্রবিধানমালা/৯১ এর পরিপন্থী হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক নিরাপত্তা দপ্তর থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টির অন্তরায় এমন যেকোনো কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top