স্পোর্টস ডেস্ক: টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। তবে পাকিস্তানের ‘এ’ দল শাহিনসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় হার দেখল টাইগাররা। ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রানের পাহাড়সম স্কোর গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারের ১৯ বল বাকি থাকতেই ১৪৮ রানে থামে বাংলাদেশ।
প্রথমে বোলিংয়ে এসে পাকিস্তানি ব্যাটারদের সামনে যেন বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান মাহমুদ-রিপন মন্ডলরা। উড়ন্ত সূচনা এনে দেন খাজা নাফি ও ইয়াসির খান । তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় দল। পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন ইয়াসির তিনে নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেছেন আব্দুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।
২২৮ রানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই নাঈম শেখকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মাত্র ৩৮ বলে ৮৬ রান যোগ করেন ওপেনার জিশান আলম ও তিনে নামা সাইফ হাসান। এই সময় জাগে জয়ের স্বপ্ন। তবে ৯২ রানের মাথায় জিশাল ফিরলে শুরু হয় বাংলাদেশের পতন।
১৭ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন জিশান। সাইফ ৩২ বলে ৫৭ রান করে আউট হন। এরপর সোহানের ১৬ বলে ২২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসাইন, মাহফুজুর রহমান রাব্বিরা ছিলেন ব্যর্থ।
চাটগাঁ নিউজ/এমকেএন