চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে ছেলে মাওলানা ইয়াসিনের দায়ের কোপে ভাইয়ের মৃত্যুর একদিন পর এবার তার আহত মা জোলেখা খাতুনও (৬০) মারা গেছেন।
এর আগে একই ঘটনায় বড় ভাই ইয়াসিনের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ছোট ভাই মাসুম (৪৫)। গতকাল শনিবার মাসুমের দাফনের পর আজ রবিবার (৬ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের মা জোলেখা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মাসুদ রানাসহ নিহতের স্বজনেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক জমি নিয়ে দুই ভাই ইয়াছিন ও মাসুমের সঙ্গে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ইয়াছিনের স্ত্রীর সঙ্গে মাসুমের ঝগড়া হয়।
তখন ইয়াছিন ঘরে ছিলেন না। ঝগড়ার বিষয়টি স্ত্রীর কাছ থেকে শোনার পর ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাঁর ছোট ভাই মাসুম ও মা জুলেখা খাতুনকে কুপিয়ে আহত করেন।
এ সময় প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে দুজনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন