বছরের প্রথম দিন চট্টগ্রামের প্রথম বিয়ে

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৫’র ১ জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন। এই প্রথম দিনে চট্টগ্রামের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ির নাজিরহাটে। বরের বাড়ি নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ি। আর কনের বাড়ি একই উপজেলা গোপালঘাটা। গুল মোহাম্মদ তালুকবাড়ির কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী আজ নতুন জীবনে প্রবেশ করেছেন। নতুন বছরের প্রথম দিনে ফটিকছড়ি নাজিরহাটে এটিই মূলতঃ চট্টগ্রামের প্রথম বিয়ে।

বছরের প্রথম দিন বিয়ে করেছেন-এটাই শুধু এ বিয়ের বিশেষত্ব নয়। বরের গাড়ি সাজানোতেও রয়েছে মাত্রিকতা। সচরাচর ফুল দিয়ে বরের গাড়ি সাজানোর রীতি বাঙ্গালি সমাজের। তবে এখানে বরের গাড়িটি সাজানো হয়েছে ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে। বছরের প্রথম দিনে প্রথম বিয়ে, তারউপর আবার চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজানোর আইডিয়াটি মনে লেগেছে ফটিকছড়িবাসীর। এমন অভিনব বিয়ে দেখতে পাড়া-প্রতিবেশি, বৌ ঝিয়েরা বাড়ির ঘাঁটায় জটলা পাকিয়েছেন। বর নিয়ে ছুটে চলা গাড়ির শরীর থেকে দুষ্টু ছেলেদেরকে চিপসের প্যাকেট ছোঁ মারতে দেখা গেছে। নেট দুনিয়াতেও ভাইরাল হয়ে গেছে ফটিকছড়ির এ বিয়ে।
অনেককে দেখা গেছে, বরের গাড়ির ছবি তুলে মোবাইলে আপলোড দিতে।

এ ব্যাপারে বর মোহাম্মদ আলী বলেন, একটা শখ ছিল। বছর প্রথম দিনে ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়ে বউ আনতে যাব। পরিবার আমার ইচ্ছের গুরুত্ব দিয়েছেন। বিয়ের গাড়ি নাজিরহাটে মুখে মুখে হয়ে গেছে। ফেসবুকে আমাদের বিয়ে রীতিমত ভাইরাল।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top