চাটগাঁ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের বার আউলিয়া পার এলাকায় বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার রেজাউল করিম বহাদ্দারের এক মাছ ধরার বোট ডুবে গেছে । বোটে কর্মরত ২২ মাঝি মাল্লাকে উদ্ধার করা হয়েছে।
বিগত ৩/৪দিন আগে সাগরে অবস্থিত বড় আকৃতির কোন বস্তুর সাথে ধাক্কা খেয়ে এ ফিশিং বোটটি ডুবে যায়। সেই বোটে ২২ মাঝি মাল্লা অপর ফিশি বোটের সহায়তায় গতকাল কূলে ফিরে এসেছে বলে জানান রেজাউল করিম বহাদ্দারের এক আত্মীয় ব্যবসায়ী সাজ্জাদ।
তিনি জানান, বোটে থাকা মালামাল ও ফিশিং বোটসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে রেজাউল করিম বহাদ্দার।
গভীর সমুদ্রে হওয়াতে ডুবে যাওয়া বোটের কোন ধরনের খোঁজ কিংবা সন্ধান করার আশা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। তবে ফিশিং বোট ডুবে যাওয়া কালীন এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
চাটগাঁ নিউজ/এমআর