বঙ্গভবনের সামনে ‘মশাল মিছিল’ গণঅধিকার পরিষদের

চাটগাঁ নিউজ ডেস্ক:  নতুন উপদেষ্টাদের শপথ চলাকালে বঙ্গভবনের সামনে ‘মশাল মিছিল’ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে এই মশাল মিছিল বলে জানা যায়।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেন তারা। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মশাল মিছিলে অংশ নেওয়া গণপরিষদের কর্মীরা বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কীসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।

শ্রমিক অধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি মাহমুদুল হক শিপন বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগপন্থি। আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠান দিয়ে লুটপাট করা হয়েছে। আকিজ গ্রুপ ওই পরিবারেরই সদস্য। এখন যদি ওই পরিবারের থেকে উপদেষ্টা করা হয়, তাহলে তো অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের মতো হয়ে যাবে। তাই কোনো শিল্পগোষ্ঠী থেকে যেন কোনো উপদেষ্টা দেওয়া না হয়, এজন্য আন্দোলন করছি।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top