পড়া হয়েছে: ২৭
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বয়ে যাওয়া বঙ্গবন্ধু টানেলে একে একে দুর্ঘটনার পর এবার অগ্নিকান্ডের ঘটনার খবর পাওয়া গেছে।
রবিবার (১০ মার্চ) ১টা ২৫ মিনিটের দিকে টানেলের আনোয়ারা প্রান্তে ওয়্যার হাউজে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।
আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি চাটগাঁ নিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট একযোগে আগুন নেভানোর কাজে নামে। পরে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কি কারনে আগুনের সূত্রপাত টা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/এসবিএন