বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক: বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরীর পলিটেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ কর্মসূচী পালন করেন।

নগর শিল্প পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানাবো।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ।

এতে আরো উত্তেজিত হয়ে পড়েন তারা। প্রতিষ্ঠানটির এডমিন ম্যানেজার মোহাম্মদ জাবেদ ছাড়া ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে দেখতে না পেয়ে আরও বিক্ষুব্ধ হোন শ্রমিকরা।

এদিকে টেকনিক্যাল মোড়ের এই অবরোধের ঘটনায় রাস্তার উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটে আটকে থাকে অক্সিজেন ও ২ নং গেটমুখী গাড়িগুলো। এতে বিরক্তি মুখে অনেককে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে আলোচনা করছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top