বকেয়া বেতনের দাবিতে ওয়াসা শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন।

আজ মঙ্গলবার (২০ মে) চট্টগ্রাম ওয়াসা ভবনে অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বকেয়া বেতন পরিশোধ করা না হলে প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

ওয়াসা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসায় স্থায়ী কর্মচারীরা নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন পেলেও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব হয়। স্থায়ী কর্মচারীরা মাসের প্রথম সপ্তাহে বেতন পেয়ে গেলেও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে কখনো মাসের মাঝামাঝি বা মাসের শেষ সপ্তাহ পেরিয়ে যাচ্ছে।

ক্ষুব্ধ কর্মচারীরা বলছেন, বেতন না পাওয়ার কারণে তাদের ঘরভাড়া, মাসিক বাজার খরচসহ সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করতে পারছেন না। ওয়াসার মত প্রতিষ্ঠানে চাকরি করে যদি ঠিক সময়ে বেতন পাওয়া না যায়, তাহলে এর থেকে লজ্জ্বাজনক আর কিছু হতে পারে না।

এ নিয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, আজ মাসের ২০ তারিখ এখনো অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা বেতন পাননি। তাদের সংসার চলছে কিভাবে? সামনে কোরবান আসতেছে। এখনো মাসের বেতন পাননি অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। আমরা ওয়াসার শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করেছি। এমন অবস্থা চলতে থাকলে শ্রমিক-কর্মচারীরা পথে নামতে বাধ্য।

বেতন প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম বলেন, সরকারের পরিপত্র অনুযায়ী অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের ২২ দিনের বেতন পরিশোধের নির্দেশনা রয়েছে। আমরা বেতনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top