বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট জ্ঞানের ভান্ডার ছড়িয়ে দেয়া

পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব

বোয়ালখালী প্রতিনিধি:  সারা দেশের ন্যায় বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে স্কুল হল রুমে পরিচালনা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর।

জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ঈছা, বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র তারেকুল ইসলাম, বাংলা টিভি চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী,  অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহিম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক একরাম উল্ল্যাহ। সভায় বক্তারা বলেন, বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট জ্ঞানের ভান্ডার ছড়িয়ে দেয়া। বইয়ের প্রতি আকর্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে  প্রতি বছর এই বই উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদেরও সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

Scroll to Top