চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির জন্য আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদেশে থাকা ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ি হস্তান্তর ঠেকাতে এ আবেদন করা হয়েছে বলে দুদকের আইনজীবী জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন করা হয়েছে।
দুদক জানায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ একটি মামলা করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনকে আসামি করা হয়।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে আদালতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনটি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২৫ কোটি টাকা পাচারের মামলা তদন্তে নেমে দুদক বিদেশে তাদের মালিকানাধীন ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ির তথ্য পেয়েছে। দেশ থেকে পাচার করা টাকায় তারা বিদেশে এসব সম্পদ গড়েছেন। এখন সরকার যখন পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে, তখন জাবেদ ও তার স্ত্রী এসব ফ্ল্যাট-বাড়ি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে দুদক তথ্যপ্রমাণ পেয়েছে।
তিনি আরও বলেন, ‘একবার সম্পদ হস্তান্তর হয়ে গেলে সেটা শনাক্ত করে ফিরিয়ে আনার প্রক্রিয়া অনেক কঠিন হয়ে যাবে। এজন্য জাবেদ ও তার স্ত্রীর নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, যাতে তারা বাড়ি-ফ্ল্যাটগুলো বিক্রি বা হস্তান্তর করতে না পারেন।’
২১ সেপ্টেম্বর এ আবেদনের ওপর শুনানির জন্য আদালত সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোকাররম হোসাইন।
উল্লেখ্য, আদালতের নির্দেশে, প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এর পর তাকে আর পরবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।
গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ