চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে স্টিল গার্ডার থেকে কমপক্ষে ১৪০টি নাট-বোল্ট ও ৫৩টি ওয়াশার খুলে নিয়েছে মাদকাসক্তরা। সিটি করপোরেশনের তদন্তে এ বিষয় ধরা পড়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে নগরের প্রধান সড়কের ওপর নির্মিত ফ্লাইওভারটি।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভারের দ্বিতীয় গেট এলাকায় নাট-বোল্ট চুরি হয়েছে, যা কাঠামোর স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ।
কমিটি দ্রুত নতুন নাট-বোল্ট সংযোজন, নিয়মিত পরিদর্শন ও মাদকাসক্তদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে।
সিডিএর সমীক্ষা অনুযায়ী, প্রতিদিন অন্তত ৮০ হাজার যানবাহন চলাচল করে এই ফ্লাইওভার দিয়ে। সাত বছর আগে প্রায় সাতশ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভারটি নির্মাণ করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এরপর রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। নির্মাণ প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী, নাট-বোল্ট শিথিল হয়ে পড়েছে কিনা কিংবা কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে কিনা, তা প্রতিবছর অন্তত একবার নিরীক্ষা করার কথা। সাত বছরে একবারের জন্যও নিরীক্ষা করেনি সিটি করপোরেশন। ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
চসিকের নির্বাহী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। মাদকাসক্তদের একটি চক্র এ কাজে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে নতুন নাট-বোল্ট স্থাপন ও কাঁটাতার দেওয়া হয়েছে। বাকি সুপারিশগুলো বাস্তবায়নের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ২ নম্বর গেট এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এসএ