পড়া হয়েছে: ৩৮
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফ্লাইওভারের নিচের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে ডাস্টবিনে নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
চাঁদগাও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, বহদ্দারহাটের ফ্লাইওভারের নিচের একটি ডাস্টবিনে কে বা কারা ওই নবজাতকের মরদেহ ফেলে গেছে তা এখনও জানা যায়নি। তবে আমরা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
চাটগাঁ নিউজ/এসএ