চাটগাঁ নিউজ ডেস্ক: ফ্রি ভিসার ফাঁদ পেতে একশ্রেণির অসাধু ট্রাভেল এজেন্সি বিদেশে গমনেচ্ছুক লোকজনকে প্রতারিত করে আসছে প্রতিনিয়ত। তাই নিরাপদ অভিবাসন ইস্যুতে বিদেশে গমনেচ্ছুরা যাতে ফ্রি ভিসার ফাঁদে না পড়েন সে বিষয়ে সচেতনতা তৈরিতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্সের (সিসিডিএ) আয়োজনে ও চাঁদপুর অন্যন্যা নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ পথনাটক অনুষ্ঠিত হয়। এ নাটকের মাধ্যমে ফ্রি ভিসার ফাঁদে পড়ে কিভাবে মানুষ প্রতারিত হয়, তা দেখানো হয়।
অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী জানান, তাদের দুটি দল উপজেলার ৫টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক এ পথনাটক করেছেন।
সিসিডিএর ফরিদগঞ্জের এসএম হালিমা আক্তার জানান, প্রবাসী অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি