ফ্যাক্টচেকাররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট- জাকারবার্গ

চাটগাঁ নিউজ ডেস্ক: মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, মেটার ফ্যাক্টচেকাররা অধিকাংশ সময় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন, যার ফলে ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাসের অভাব তৈরি হয়েছে। এজন্য মেটা তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস সহ অন্যান্য প্ল্যাটফর্মে ফ্যাক্টচেকারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাকারবার্গ বলেন, মেটার কন্টেন্ট মডারেশন টিম ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেওয়া হবে, যেখানে পক্ষপাতদুষ্টতার বিষয়ে কম উদ্বেগ রয়েছে। এখন থেকে ‘সেন্সরশিপের পরিমাণ কমিয়ে’ ফ্রি স্পিচ বা বাক স্বাধীনতার উপর গুরুত্ব দেবেন।

এক ভিডিও বার্তায় জাকারবার্গ ঘোষণা করেন, তিনি ও তার টিম ফ্যাক্টচেকারদের বাদ দিয়ে ‘কমিউনিটি নোটস’ নামে একটি নতুন ব্যবস্থা চালু করবেন।

এই ব্যবস্থা এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মের মতো হবে, যেখানে ব্যবহারকারীরা একে অপরের পোস্টে মন্তব্য করে পরিপূরক তথ্য যোগ করতে পারবেন।

এছাড়া, জাকারবার্গ আরও জানিয়েছেন যে, তারা অভিবাসন এবং লিঙ্গ সম্পর্কিত বিষয়গুলোতে কনটেন্টের উপর বিধিনিষেধ কমিয়ে আনবেন, যাতে মানুষ তাদের মতামত এবং অভিজ্ঞতা স্বাধীনভাবে শেয়ার করতে পারে।

মেটা তাদের কন্টেন্ট ফিল্টারিং ব্যবস্থা শুধুমাত্র অবৈধ এবং গুরুতর কনটেন্টের উপর প্রয়োগ করবে, আর কম গুরুতর বিষয়গুলোতে ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।

জাকারবার্গ বলেছেন, মেটা এখন পর্যন্ত বেশি ভুল এবং বেশি সেন্সরশিপ করেছে, তাই এই পরিবর্তনগুলো আনতে যাচ্ছে। তিনি বলেন, এই পদক্ষেপটি বাক স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার জন্য নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top