সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে নকল বৈদ্যুতিক তার তৈরি করে তারের উপর লিখা থাকতো জাপানের তৈরি।
সোমবার (২১ জুলাই) দুপুরে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ফৌজদারহাটস্থ আবদুল্লাহঘাটা এলাকায় হযরত খান জাহান আলী কেবলস নামে উক্ত কারখানাটিতে অভিযান চালিয়েছে র্যাব-৭ চট্টগ্রাম।
এসময় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। কারখানাটিতে অনেক বছর ধরে বৈদ্যুতিক নকল ক্যাবল তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিভিন্ন লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই র্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়।
এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অভিযানের সময় কারখানা মালিককে পাওয়া যায়নি তবে কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং সিলগালা করে দেওয়া হয় ওই কারখানাটি।
র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন, র্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে ফৌজদারহাটের একটি জায়গায় কারখানার ভেতরে অবৈধভাবে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে। এতে বিএসটিআই এর কোন অনুমোদন নাই এবং ফ্যাক্টরি কোন লাইসেন্স নেই কারখানাটিতে বিভিন্ন দেশীয় কোম্পানির নাম ব্যবহার করে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছিল। এছাড়া মেড ইন জাপান নামক সীল দিয়ে তারা তার তৈরি করছিল। বিএসটিআইএ তারগুলোর গুনগতমান পরীক্ষা করেছে। এ গুলো নকল। কারখানাটি সীলগালা করে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন