ফৌজদারহাটে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাদল ফৌজদারহাটের উত্তর সলিমপুর জেলেপাড়ার মহারাজ সর্দারের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার সময় উপজেলার ফৌজদারহাটের জলিল স্টেশন এলাকায় একটি ওয়ার্কশপে এঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা মো. মহিউদ্দিন জানান, জেলে বাদল জলিল স্টেশন এলাকায় একটি ওয়ার্কশপে কাজ শিখতেন। শুক্রবার কাজের ফাঁকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত এক ওয়ার্কশপ কর্মীর চমেক হাসপাতালে মৃত্যু হয়েছে খবর পেয়েছি।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top