ফৌজদারহাটের ডিসি পার্কে মাসব্যাপী ‘ফুল উৎসব’ শুরু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে উদ্বোধন করা হলো মাসব্যাপী ফুল উৎসব। এক সময় মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিতি সীতাকুণ্ডের সাগর উপকূলীয় ফৌজদারহাটের সেই ডিসি পার্কে এখন সৌরভ ছড়াচ্ছে দেশি বিদেশি ১৪০ প্রজাতির নানান রঙের ফুল।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নানা আয়োজনে চতুর্থবারের মতো মাসব্যাপী এই ফুল উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রধান অতিথি হয়ে তিনি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ নেচে গেয়ে তাকে বরণ করে নেন। এরপর ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে তিনি দৃষ্টিনন্দন নানা জাতের ফুলের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যান। এসময় তিনি বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশে এমন মনোমুগ্ধকর ফুল উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, পাঠান মো. সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top