ফেসবুক থেকে এমন খবরে আমি ভীষণ দুঃখ পেয়েছি: ববিতা

বিনোদন ডেস্ক: গতকাল সোমবার থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ! এ নিয়ে নেটিজেনদের মাঝে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও অভিনেত্রী মোটেও অসুস্থ নন। মূলত তার নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা নিজেই।

তিনি বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো- এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।’

ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে এর আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে ববিতা বলেন, আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়, তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।

এর আগেও মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বলেন, এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।

এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসাতেই আছেন- এই কথা জানিয়ে বলেন, আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।

উল্লেখ্য, গতকাল সোমবার ববিতার নামে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে অসুস্থতার বিষয়টি প্রচার করা হয়। ফলে নেটিজেনরা সহজেই বিশ্বাস করেন- তাদের প্রিয় অভিনেত্রী খুবই অসুস্থ। শুধু সাধারণ নেটিজেনরাই নয়, তারকারাও বিভ্রান্ত হন সেই ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top