ফের মিলছে টিসিবির পণ্য, লাগবে না কার্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে ফের মিলছে টিসিবির পণ্য। এক্ষেত্রে এবারে আর লাগছে না টিসিবি ফ্যামিলি কার্ড। আজ থেকেই এ কার্যক্রম শুরু করেছে  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল।

কার্ড ছাড়াই ক্রেতারা নিতে পারবেন ছোলা, খেজুর, সয়াবিন তেল, চিনি ও মসুর ডালসহ মোট সাড়ে সাত কেজির পণ্য। পণ্যগুলোর বিপরীতে ৫৮৮ টাকা নিচ্ছে সংস্থাটির ডিলাররা। আজ সোমবার প্রথম দিনে নগরীর ২০টি ওয়ার্ডে ২০০টি করে চার হাজার প্যাকেট বিক্রি করা হয়েছে। সপ্তাহে ৬ দিন পৃথক ১২০টি স্থানে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

টিসিবি সূত্রে জানা গেছে, কোনো কার্ড ছাড়া সবার জন্য উন্মুক্ত ঘোষণা দিয়ে প্রথম দিনে নগরের ১ নম্বর থেকে ২০ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিক্রয় করা হয়। মঙ্গলবার ২১ নম্বর ওয়ার্ড থেকে ৪০ নম্বর ওয়ার্ডের ২০টি ট্রাকসেলে বিক্রি করা হবে। এতে প্রতিকেজি ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, প্রতিলিটার ১০০ টাকা দরে দুই কেজি সয়বিন তেল, প্রতিকেজি ৬০ টাকা দরে দুই কেজি ছোলা, প্রতিকেজি ৭০ টাকা দরে এক কেজি চিনি এবং ১৫৫ টাকা দরে আধা কেজি খেজুর বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ৮ হাজার কেজি করে ছোলা, সয়াবিন তেল ও মসুর ডাল, ৪ হাজার কেজি করে চিনি এবং ২ হাজার কেজি করে খেজুর করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আজকের বিক্রি নিয়ে জানতে চাইলে ১ নং পাহাড়তলী ওয়ার্ডের ডিলার এস এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ বলেন, দীর্ঘদিন পর আমরা টিসিবি বিক্রি শুরু করায় ক্রেতাদের ভালোই সাড়া পেয়েছি। প্রথমদিনে ফতেয়াবাদ বাজারে বিক্রি করেছি। মঙ্গলবার বাদ দিয়ে বুধবার আবার বিক্রি করবো। টিসিবি আঞ্চলিক অফিসের নির্দেশনা অনুযায়ী এক সপ্তাহে আমাদের ওয়ার্ডের তিনটি স্পটে বিক্রি করবো। মানে ক্রেতারা সপ্তাহে একবার একই স্পটে আমাদের কাছ থেকে কিনতে পারবেন।

টিসিবির যুগ্ম পরিচালক ও চট্টগ্রাম অফিস প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্ড ছাড়াই সবার কাছে আমাদের পণ্যগুলো বিক্রি শুরু করেছি। চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে তিনদিন পৃথক তিনটি স্পটে বিক্রি করা হবে। অর্থাৎ নির্দিষ্ট একটি স্পটে সপ্তাহে একবার করে পাওয়া যাবে। প্রথমদিনে আমরা সকল আইটেম বিক্রি করতে পেরেছি। আশা করি, পুরো এক সপ্তাহ বিক্রি করার পর এখানে পদ্ধতিগত কোনো ‍সুবিধা বা অসুবিধা আছে কিনা তা বলা যাবে।

মঙ্গলবার যেখানে পাবেন

মঙ্গলবার ২১ নম্বর ওয়ার্ডের জামালখান মোড়ে, ২২ নম্বর ওয়ার্ডের এনায়েত বাজার, ২৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান হাট মোড়ে, ২৪ নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজার, ২৫ নম্বর ওয়ার্ডের বউবাজার, ২৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া, ২৭ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া, ২৮ নম্বর ওয়ার্ডের পাঠানতলী মোড়, ২৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে, ৩০ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া কলেজ মোড়, ৩১ নম্বর ওয়ার্ডের নিউমার্কেট, ৩২ নম্বর ওয়ার্ডের আন্দরকিল্লা মোাড়, ৩৩ নম্বর ওয়ার্ডের বংশাল মোড়, ৩৪ নম্বর ওয়ার্ডের পুরাতন ফিশারীঘাট, ৩৫ নম্বর ওয়ার্ডের রাজাখালী বাজার, ৩৬ নম্বর ওয়ার্ডের ফকিরহাট বাজার, ৩৭ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার, কলসীদিঘির পাড়, ৩৯ নম্বর ওয়ার্ডের আলী শাহ মসজিদের সামনে, ৪০ নম্বর ওয়ার্ডের কাটগড় বাজারে বিক্রি করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top