চাটগাঁ নিউজ ডেস্ক : ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা রয়েছে।
বুধবার (২৯ মে) সরকারি সফরে যাওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি সকালে ওমান সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
ইতোমধ্যেই ভিসা প্রসেস শুরুও হয়ে গেছে। ফলে কপাল খুলছে বহু প্রবাসীর।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর ওমান বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করে। ফলে দেশটিতে বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। এতে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। প্রায় ৮ মাস পর আবার ভিসা চালু হওয়ায় প্রবাসীরা বাংলাদেশিদের মনে স্বস্তি ফিরেছে। ফের শুরু হবে জনশক্তি রপ্তানি।
জানা গেছে, বিদেশে কাজের ক্ষেত্রে বাংলাদেশিরা যেসব দেশে গন্তব্য হিসেবে বেছে নেন তার মধ্যে তৃতীয় অবস্থানে আছে ওমান।
ওমানের জনসংখ্যা ৫০ লাখের মতো। বাংলাদেশের দূতাবাস থেকে বলা হচ্ছে, ওমানে ২০ লাখের মতো প্রবাসী শ্রমিক রয়েছে, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা সাত লাখের উপরে।
চাটগাঁ নিউজ/এসএ