ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ক্রেন

চাটগাঁ নিউজ ডেস্কঃ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের একটি ক্রেন নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে ফেরির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি নদীতে পড়ে যায়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিষয়ে রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, দুর্ঘটনার পর আমরা দ্রুত উদ্ধারের কাজ শুরু করেছি। তবে উদ্ধারের পর নদীর ড্রেজিংয়ের কাজ যথাসময়ে শুরু হবে।

উল্লেখ্য, নাব্যতা সংকট ও জোয়ার ভাটার কারণে প্রায় সময় বন্ধ রাখতে হচ্ছে কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলাধীন কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালীর ফেরি চলাচল। এতে দীর্ঘ সময়ের জন্য খাগড়াছড়ি এবং রাঙামাটির সাথে বান্দরবান ও চট্রগ্রামের যোগাযোগে ব্যাঘাত ঘটছে। এ নাব্যতা সংকটে প্রায়ই এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। এ সমস্যা নিরসন ও নদীর তলদেশ ড্রেজিং করার জন্য ক্রেনটি আনা হয়েছিল।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top