ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই: হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগর নিজস্ব বাস ভবনে রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর সাথে নেগোসিয়েট করার মেন্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই। আইনশৃঙ্খলা বাহিনীরা বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়েও দ্বন্দ্বে রয়েছে। কারণ এই সরকারের কোন মেন্ডেট নেই। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর ওপর।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা, শওকত আলী নূর, হাজী ইলিয়াছ সিকদার, হেলাল উদ্দিন শাহ, নুরুল ইসলাম, ভিপি আনছুর উদ্দিন, মাকসুদুল চৌধুরী মাসুদ, সৈয়দ ছাবের, আবুল হোসেন চৌধুরী, মহসিন তালুকদার, ফারুকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর সদস্য সচিব হেলাল আহমদ, জাহাঙ্গীর, সাইদুল ইসলাম ইফাক, ইয়াকুব মাস্টার, শহিদুল ইসলাম, লোকমান, এমরান, রাব্বি, সারেক, তারেক প্রমুখ।

হুমাম কাদের বলেন, রাঙ্গুনিয়ায় এনজিও ব্যবসা ছাড়া হাছান মাহমুদ আর কিছু করেনি। ডেভেলপমেন্ট প্রকল্প থেকে যে ফান্ডগুলো আনা হয়েছে তার এক টাকাও রাঙ্গুনিয়ার মানুষের কাছে ঠিকমতো পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে। হাছান মাহমুদের নামে সম্ভবত ২২টা এনজিও রেজিস্ট্রার্ড আছে। ইনভায়রনমেন্ট মিনিস্টার থাকা অবস্থায় যত লুট হয়েছে, তার সব টাকা উনি পাচার করেছেন। সেই টাকা দিয়ে মিনিমাম ২০ বছর রাঙ্গুনিয়া চালানো যেতো। এগুলো তদন্ত করতে হবে।

নিজের পিতার মৃত্যুর বিচার প্রসঙ্গে হুমাম কাদের বলেন, আপনারা আমার বাবার নামের আগে শহীদ বলেন। কিন্তু উনাকে যেভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, সেটা আদালতেই প্রমাণ হোক। আমাদের চাওয়া, উনাকে প্রহসনের বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে খুন করা হয়েছে, সেই প্রমাণ যেনো আদালতের মাধ্যমে হয়।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top