পড়া হয়েছে: ২৮
ফেনী প্রতিনিধি: বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী ব্লগারের শাস্তির দাবিতে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা শাখা শনিবার দুপুরে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
মিছিল টি শহরের মিজান রোডের আলীয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ইসলামী ছাত্রসেনার নবনির্বাচিত সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মহি উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মুনির হোসেন।