ফুলছড়িতে লোকালয়ে বন্য হাতি, সন্ধ্যার পর সতর্ক থাকার পরামর্শ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বনবিটের পাহাড়ি এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়েছে। প্রায়ই সময় হাতির দল এসে ফসল, ঘরবাড়ি ভাংচুর, বনবিভাগের নার্সারী চারাগাছসহ নানা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। ফলে জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় সন্ধ্যার পর ঐসব এলাকা এড়িয়ে চলাচলের পরামর্শ দিয়েছে বন বিভাগ।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বন্য হাতির দল চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপড়া, ঈদগাঁও উপজেলার ফুলছড়ি, নাপিতখালী বনবিটে দিনের বেলায় গহীন পাহাড়ে অবস্থান করে, আর সন্ধ্যা হলেই খাবারের খোঁজে নেমে আসছে লোকালয়ে। তাই সন্ধ্যার পর ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বন বিভাগ। বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকার চাষিদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

ফুলছড়ি রেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার (২১ এপ্রিল) মধ্যরাতে ফুলছড়ি বিটের পূর্ব নয়াপাড়া নামক এলাকায় হাতির তান্ডবে ২০২৪-২৫ অর্থ বছরের পলিচালনা ব্যয় খাতের নার্সারির উত্তোলিত প্রায় ৫০ হাজার চারা উপড়ে ফেলেছে বন্যহাতির দল। এসব চারা আগামী অর্থ বছরের ২০ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগানের জন্য উত্তোলন করা হয়েছিল বলে জানান বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী।

স্থানীয়দের দাবী বন্য হাতি বন বিভাগের নার্সারি ও দীর্ঘ মেয়াদি মিশ্র বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে। দিনে গহীন জঙ্গলে থাকলেও রাতে লোকালয়ে চলে আসার ভয়ে এলাকার লোকজন প্রায় সময় থাকেন আতঙ্কে। দীর্ঘদিন যাবত বন্য হাতির দল পাহাড়ি এলাকায় তাণ্ডব চালিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসলেও অত্যাচার বন্ধে সরকারিভাবে আজও কোন প্রকার স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসী জানান।

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, বন্য হাতির দল ফুলছড়ি বনে অবস্থান করছে। এরা ইতোমধ্যে তাণ্ডব চালিয়ে ফুলছড়ি বন বিটের ২০২৪-২৫ অর্থ বছরের পলিচলনা ব্যয় খাতের নার্সারির উত্তোলিত প্রায় ৫০ হাজার চারা উপড়ে ফেলেছে। এমনকি দীর্ঘ মেয়াদি বাগানের বেশ কিছু গাছ ভেঙ্গে নষ্ট করেছে। সন্ধ্যা হলেই হাতিগুলো লোকালয়ে চলে আসছে। এতে করে চলাচলে ঝুঁকি বাড়ছে। তাই সন্ধ্যার পর সেসব এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।

চাটগাঁ নিউজ/সেলিম উদ্দীন/এমকেএন

Scroll to Top