ফুটপাতে জন্ম নিল মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান!
সুচিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা দেওয়ান হাট মোড়। সেই মোড়ের এক পাশের ফুটপাত ঘেঁষে প্রসব যন্ত্রণায় ছটফট করছিল মানসিক ভারসাম্যহীন এক নারী। কিসের যন্ত্রণায় মানসিকভাবে অসুস্থ সে নারী ছটফট করছিল সেটি সে নিজে না বুঝলেও বুঝতে পেরেছিলেন পাশে থাকা ২ পুলিশ সদস্য। তাইতো অ্যাম্বুল্যান্স ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের পরপরই এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এমন সময় কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ এগিয়ে আসলে তাদের দেখাদেখি আরো কয়েকজন মহিলাও এগিয়ে আসেন।

সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি জানান, আমরা দেওয়ানহাট মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছেন। তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুল্যান্স ডেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী নিরাপদে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top