পড়া হয়েছে: ২৩
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের পতেঙ্গা থানাধীন ১৫ নাম্বার ঘাট এলাকায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, নুরুল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), জাফর আলমের ছেলে মফিজুর রহমান (৪৫) ও নাছির আহমেদের ছেলে এমরাম (২৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক চাটগাঁ নিউজ কে বলেন, ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহতদের চমেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর