ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন মিলেছে। স্থানীয় সময় শুক্রবার সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয় দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ মাত্র ১০টি দেশ। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। গত জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ধারাবাহিকতায় সাত পৃষ্ঠার ওই ঘোষণাপত্রটি উত্থাপিত হয়।

সাধারণ পরিষদে অনুমোদিত ঘোষণায় সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্পষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সেইসঙ্গে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনেরও সুপারিশ করা হয়।

এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘোষণাপত্রকে একপেশে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই ভোটগ্রহণ প্রক্রিয়াকে বিভ্রান্তিকর ও অপ্রাসঙ্গিক প্রদর্শনীমূলক পদক্ষেপ বলে সমালোচনা করেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র।

চলতি মাসেই বিশ্বনেতাদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সাধারণ পরিষদের বার্ষিক সভা। ধারণা করা হচ্ছে, সেখানে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে। ফিলিস্তিনকে স্বীকৃতি না দিতে পশ্চিমামিত্রদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য সংকটকে আরও ঘনীভূত করবে বলে সতর্ক করে ওয়াশিংটন।

এর আগে ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিদের দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। এমনকি ফিলিস্তিনে নতুন বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top