ফিরেছেন আটকে পড়া পর্যটকরা, যাওয়া যাবে সাজেক ভ্যালি

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত ‘সাজেক ভ্যালি’ পর্যটন কেন্দ্রে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ২টা ২০ মিনিটের দিকে সেনাবাহিনীর নিরাপত্তায় পর্যটকরা সাজেক পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়ি উদ্দেশ্য রওনা দেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে যাওয়াও যাবে সাজেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারা দিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা এদিন বিকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, যারা সাজেকে বেড়াতে এসে মঙ্গলবার ফিরতে পারেননি তারা আজকে (বুধবার) দুপুরে ২টা ২০ মিনিটের সময় আনুমানিক ৪ শতাধিক পর্যটক সাজেক থেকে সেনাবাহিনীর নিরাপত্তায় পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্য রওনা হয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র আজকের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। সাজেকে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। পর্যটকরা কাল (৫ ডিসেম্বর) থেকে আগের মতো সাজেকে আসতে পারবেন।

এদিকে, সাজেক কটেজ মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়েছে, রাঙামাটি জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পর্যটকগণ সাজেক ভ্রমণ করতে পারবে। কোনো প্রকার বিভ্রান্ত না ছড়িয়ে সাজেকের সৌন্দর্য দেখার জন্য সকল গণমাধ্যমকে সুন্দর ও সঠিক তথ্য প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো। ৫ ডিসেম্বর সকাল ১০টায় পূর্বের নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহর থাকবে। সকল পর্যটকদের সাজেক ভ্রমণে আমন্ত্রণ রইল।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বৃহস্পতিবার থেকে আগের মতো সাজেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। শুধুমাত্র আজকের (বুধবার) জন্য পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top