চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭টি ঘর পুড়ে গেছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে লামা বাজার, কর্ণফুলী, নন্দন কানান ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, কর্ণফুলি নদীর পাড়ে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে লামা বাজার, কর্ণফুলী, নন্দন কানান ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে হতাহতের কোনে ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আগুনে ওই কলোনির ১৭টি ঘর পুড়ে গেছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে আমরা সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
চাটগাঁ নিউজ/এসএ