নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র (এফএসআইবি) কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ব্যাংকের খুলশী শাখায় কর্মবিরতির ফলে গ্রাহকদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। তবে বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে বলে জানা গেছে।
সকাল সাড়ে ১১টায় খুলশী শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের দরজা অর্ধেক বন্ধ ছিল এবং গ্রাহকরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছিলেন। কর্মকর্তাদের অভিযোগ ছিল, নতুন পরিচালনা পর্ষদ পরীক্ষার মাধ্যমে তাদের অপসারণের ষড়যন্ত্র করছে।
কর্মবিরতি চলাকালীন মান্নান হাওলাদার নামের একজন গ্রাহক বলেন, ব্যাংক বন্ধ দেখে আমি হতাশ হয়েছি। টাকা তুলতে এসে দেখি এই অবস্থা। তবে এখন শুনছি, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আমরা চাই প্রয়োজনে আমাদের প্রশিক্ষণ দেওয়া হোক। তবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের অপসারণের ষড়যন্ত্র করা হচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কদমতলী শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফখরুদ্দিন এমদাদ জানান, আমার শাখায় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে অন্যান্য শাখায় ঘটলেও বর্তমানে কর্মবিরতি স্থগিত হয়েছে এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।
এখন দেখার বিষয় হলো, ব্যাংক কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে গ্রাহকদের ভোগান্তি কিভাবে দূর করা হয়। গ্রাহকরা আশা করছেন, দ্রুত সমাধানের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করা হবে।
চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন