ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গভীর রাতে আসলে কি হয়েছিল?

নিজস্ব প্রতিবেদক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরের খুলশী শাখার এক কর্মকর্তার বদলির ঘটনায় ওই কর্মকর্তা ও সহকর্মীরা ভোর রাত পর্যন্ত ব্যাংকটিতে অবস্থান নেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে নানা আলোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সময়ে এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ব্যাংক কার্যালয়ের বাইরে মানুষের ভিড়। সেখানে প্রবেশ ফটকে নিরাপত্তাকর্মীরা তালা ঝুলাচ্ছেন।

ওই ভিডিওগুলোতে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় বেশ কয়েকজন কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে নারী কর্মীদেরও বের হতে দেওয়া হচ্ছে না। বাইরে তাদের স্বজনেরা উৎকণ্ঠায় আছেন। আরেকটি ভিডিওতে বলা হয়, ভেতরে এক কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করছেন।

ব্যাংকের কর্মকর্তা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে দুজন কর্মকর্তাকে বদলির আদেশ হয়। ওই দুজনের মধ্যে একজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খুলশী শাখার কর্মকর্তার মো. আবদুল কাদের। তিনি খুলশী শাখায় বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তার বদলি আদেশ পাঠায় কেন্দ্রীয় কার্যালয়। তাকে সৈয়দপুরে বদলি করা হয়েছে। বিষয়টি তাকে জানানোর পর থেকে তিনি মানতে নারাজ এবং বদলি আদেশ প্রত্যাহার করতে বলেন।

এরপর মো. আবদুল কাদের রাত ১০টার দিকে ফেসবুক লাইভে আসেন। তিনি অক্ষত থাকলে, তার ওপর হামলা না হলে কিছুক্ষণ পর লাইভে আবার আসবেন জানিয়ে তিনি চলে যান। পরে সেখানে চট্টগ্রাম অঞ্চলের (উত্তর) ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। শাখার ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তারাও উপস্থিত হন।

জানা যায়, মূলত আবদুল কাদের তার বদলি আদেশ মানতে রাজি ছিলেন না। বদলি প্রত্যাহার করা না হলে তিনি শাখা থেকে বের হবেন না বলে হুঁশিয়ারি দেন। তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। পরে তিনিসহ রাত আড়াইটার দিকে সব কর্মকর্তা ব্যাংক থেকে বেরিয়ে আসেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছিলাম। এক কর্মকর্তা বদলি হয়েছেন। কিন্তু তিনি যেতে চাইছেন না। পরে বিষয়টি সমাধানের পর আমরা চলে এসেছি।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top