রামু প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ প্রার্থী। তাঁরা হলেন- যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ, সাংবাদিক হাসান মো. তারেক মুকিম, সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করা হয়।
গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ৫ জুলাই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই বাছাই কার্যক্রম, ৬ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এবং ৯ জুলাই আপিল নিষ্পত্তি করা হবে। তাছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান, ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪১৯ জন, মহিলা ভোটার ১১ হাজার ৬২৭ জন। ৯টি ভোট কেন্দ্রে ৫৬টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
চাটগাঁ নিউজ/কফিল/এসএ