ফটিকছড়ি-২ আসনে জামানত বাজেয়াপ্ত ৭ প্রার্থীর

ফটিকছড়ি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন, এর মধ্যে ৭ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। এ আসনের প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাতিল হয়।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন

নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ১৫১। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, প্রাপ্ত ভোট ২ হাজার ২৬১। বাংলাদেশ ইসলামি ফ্রন্টের (মোমবাতি) প্রতীকের প্রার্থী এডভোকেট হামিদুল্লাহ, প্রাপ্ত ভোট ১ হাজার ৫৩৮। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) প্রতীকের মীর মোহাম্মদ ফেরদৌস আলম, প্রাপ্ত ভোট ৫২৬। ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী, প্রাপ্ত ভোট ৩১১। জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম চৌধুরী, তার প্রাপ্ত ভোট ২৫১।

এদিকে এ আসনে ১৪ দলীয় জোট নেতা তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ফুলের মালা নিয়ে নির্বাচনে অংশ নিলেও শেষ মুহুর্তে এসে তিনি নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান। তাঁর প্রাপ্ত ভোট ২৩১।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান আছে। সে হিসেবে দুই প্রার্থী ছাড়া বাকি ৭ প্রার্থী জামানত হারিয়েছেন মর্মে বিবেচিত হবে।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top