চাটগাঁ নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সাধক ভক্তবাঞ্চা কল্পতরু মহাযোগীরাজ শ্রী শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংসদেব (ফকির) বাবাজীর ২১০তম আবির্ভাব ও ১২৮ তম শুভ তিরোভাব তিথি উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব ফটিকছড়ি সুয়াবিল সিদ্ধাশ্রম মাঠে অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারী ঊষা কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়। এরপর মঙ্গলারতি,পুজা,চন্ডী পাঠ,সমবেত গীতা পাঠ, শ্রী মৎ অভয়ানন্দ মহারাজের পৌরহিত্যে বিশ্বশান্তি যঞ্জ,মহাত্মা মহারবৃন্দের পরিবেশনায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও ধর্মারসামৃত আলোচনা সভা,ধর্মীয় সঙ্গীতাঞ্জলী ও নাম যঞ্জের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।
ধর্মারসামৃত আলোচক হিসেবে ছিলেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ, শ্রীমৎ প্রসিদ্ধানন্দ মহারজ, শ্রীমৎ তাপসানন্দ মহারাজ, শ্রীমৎ আদেশ মহারাজ, শ্রীমৎ সাধনানন্দ মহারাজ, শ্রীমৎরামানন্দ মহারাজ, শ্রীমৎ রাজীবানন্দ মহারাজ, শ্রীমৎ সত্যানন্দ মহারাজ, শ্রীমৎ শ্যামল চৈতন্য, শ্রীমৎ পরমানন্দ মহারাজ প্রমুখ। ১৩ ফেব্রুয়ারী অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন