ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদের দাফন সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদের নামাজে জানাজা বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন তাঁর চাচা অধ্যক্ষ সাঈদ মোহাম্মদ আবু নোমান। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফটিকছড়ি, ভূজপুর ও নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফটিকছড়ি প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সাংবাদিক সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও শিক্ষানুরাগী ব্যক্তি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন।

উল্লেখ্য, ৩০ জুলাই (বুধবার) সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top