ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ মুন্না

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক পূর্বকোণ ও একাত্তর টেলিভিশনের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি এস এম মোরশেদ মুন্না।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের জহুরুল হক হলে প্রেসক্লাবের এক জরুরি সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে তিনি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, গত ৩০ জুলাই (বুধবার) রাতে ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদ চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সংগঠনের নিয়ম অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্নাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top